প্রতিষ্ঠানের ইতিহাস
২০১৯ সালে প্রতিষ্ঠিত রিয়াজুল জান্নাহ মাদরাসা শিরকমুক্ত ঈমান ও বিদআতমুক্ত আমলী জীবন গঠন ও সমাজ থেকে শিরক, বিদআত দূর করার প্রত্যয়ে প্রতিষ্ঠিত করা হয়েছে। এই প্রতিষ্ঠানটি যশোর জেলার অভয়নগর উপজেলার নওয়াপাড়া পৌরসভার ৯নং ওয়ার্ডে অবস্থিত। সমাজের অবহেলিত, পিছিয়ে পড়া ও এতিমদের জন্য আধুনিক সম্পূর্ণ বিনাবেতনে দ্বীনি শিক্ষা গ্রহনের আদর্শ প্রতিষ্ঠানে পরিনত হয়েছে। এটি প্রতিষ্ঠানের পরিচালকবৃন্দ, শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষার্থীদের ও সর্বোপরি এলাকাবাসীর সমন্বিত প্রচেষ্টার ফল। এলাকার পিছিয়ে পড়া দরিদ্র জনগোষ্ঠীর মান সম্পন্ন শিক্ষা প্রসারে প্রতিষ্ঠানটি ইতিমধ্যে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা।
অধ্যক্ষের বাণী
প্রিয়,
সচেতন অভিভাকবৃন্দ।
মানব জাতির সূচনা লগ্ন থেকে প্রাকৃতিক পরিবেশ ও বাস্তব অভিজ্ঞতা থেকে মানুষ প্রতিনিয়ত জ্ঞান ও কৌশল আয়ত্ব করে চলছে। আর শত সহস্র বছরের সঞ্চিত ও অর্জিত জ্ঞান শেখানো হয় শিক্ষা প্রতিষ্ঠানে। যুগের প্রয়োজনে মানবের কল্যাণে সমাজ হিতৈষী ব্যক্তিরা কখনো কখনো শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকায় অবতীর্ণ হন। এমনিই ভাবেই দক্ষ, অভিজ্ঞ, জ্ঞানে সু-গভীর ও বিদ্যানুরাগী ইঞ্জিনিয়ার শেখ জিল্লুর রহমান সমাজের পিছিয়ে পড়া দরিদ্র, অসহায়, সুবিধাবঞ্চিত, এতিমদের ছাত্র ছাত্রীদের ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ, যোগ্য, আদর্শ ও সুনাগরিক রূপে গড়ে তোলার অভিপ্রায় নিয়ে নিজস্ব জমিতে, যশোর জেলার অভয়নগর উপজেলাধীন নওয়াপাড়া পৌরসভার রাজঘাটস্থ প্রাকৃতিক ও সু-নিবিড় পরিবেশে মানসম্মত ধর্মীয় ও আধুনিক বিদ্যাপীঠ হিসাবে ২০১৯ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা করেছেন রিয়াজুল জান্নাহ মাদরাসা। সঠিক ধর্মীয়, নৈতিক শিক্ষা ও যুগোপযোগী আধুনিক শিক্ষার সমন্বয়ে বর্তমানে প্রতিষ্ঠানটি গুনগত ও মানসম্মত শিক্ষাদানে সক্ষম। পরিচালনা পরিষদের নির্দেশনা ও শিক্ষকবৃন্দের ঐকান্তিক প্রচেষ্টায়, শিক্ষার্থীদের নিরলস অধ্যয়ন ও অধ্যবসায় এবং অভিভাবক ও সংশ্লিষ্ট সকলের সম্মিলিত পরামর্শে প্রতিষ্ঠানটি ক্রমান্বয়ে তাকমিল (মাস্টার্স) পর্যন্ত উন্নীত হবে ইনশাআল্লাহ্। আল্লাহ তা’য়ালা এই প্রতিষ্ঠানটিকে কুরআন ও সহিহ সুন্নাহ ও আধুনিক বিজ্ঞান সম্মত শিক্ষার মারকায হিসাবে কবুল করে নিন। আমিন!!!
সভাপতির বাণী
পড়! তোমার রবের নামে যিনি সৃষ্টি করেছেন। দেশের দ্বিমুখী শিক্ষা ব্যবস্থার প্রেক্ষাপটে ইসলামী ও আধুনিক শিক্ষার বাস্তব সমন্বয় সাধন করে কুরআন ও সহীহ সুন্নাহ এর আলোকে ইসলামী আদর্শের বুনিয়াদে ২০১৯ সালে মাদরাসাটির শুভ সূচনা করা হয়। যাদের প্রচেষ্টা, অনুপ্রেরণা ও সহযোগিতায় রিয়াজুল জান্নাহ মাদরাসা বর্তমান অবস্থানে পৌঁছেছে এবং এগিয়ে চলেছে, বিশেষ করে পরিচালনা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, অভিভাবক, এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ, তাঁদের সকলকে কৃতজ্ঞতার সহিত আন্তরিক মুবারকবাদ জ্ঞাপন করছি। ইসলামী জীবনদর্শন, সংস্কৃতি, ঐতিহ্য, মূল্যবোধ, অর্থনীতি ও সমাজনীতি ইত্যাদি ক্ষেত্রে সমাজের অবহেলিত, দরিদ্র মুসলিম সন্তানদেরকে আদর্শ, যোগ্য ও দক্ষ নাগরিক রূপে গড়ে তোলা, বিশেষ করে নৈতিক অবক্ষয় থেকে তরুন সমাজকে রক্ষা ও নারীকে পরিপূর্ণ দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে চারিত্রিক উৎকর্ষ ও মূল্যবোধ তৈরীর বাস্তব উদ্যোগই হোক এ প্রতিষ্ঠানের দায়বদ্ধতা -এ দোয়াই করছি আমিন।